Header Ads

Header ADS

একাধিক বিয়ে নিয়ে অসাধারণ আলোচনার একাংশ। মুফতি মামুনুর রশীদ কাশেমী


 একাধিক বিয়ে নিয়ে অসাধারণ আলোচনার একাংশ


 বিয়ে :
যৌবন সেতো ১৫ তে আসে ৩০ তে চলে যায় । এর পরের যৌবন মেঘের মতো এই আসে ঐ যায় । কেহ যদি ৩০ এর পরে বিয়ে করে সেতো যৌবনময় দাম্পত্য জীবন পাবেনা ।
সে কারো স্বামী হবেনা - হবে কাকা , হবে বউর ধমকের দাস । বুড়ো স্বামীর কলংক নিয়ে পাবে সে লাজ ।
সে নাতি পুতির প্রজন্ম পাবেনা , সন্তানদের মানুষ করারও সময় পাবেনা । যদি সে যৌবন ও প্রজন্মই হারায় তবে তার জীবনের মুল্য কি - হোকনা সে পরবর্তীতে ডিসি বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ।
পড়াশুনা চলাকালীন সময়ে বিয়ে করুন যদি আপনি আবাল না হোন ।
যে মেয়ে শরীর সন্তান পরিবারের সেবা ও পরকাল বিশ্বাস করে জান্নাতের জন্য বাচে সে মেয়েকে বিয়ে করুন । আশেপাশে এমন মেয়ের অভাব নাই । তারা সুবাসিত বাগানের ফুল । এদের বিয়ে করুন - জিতবেন । হোক না সে পিয়ন বা কেরানীর মেয়ে ।
নামী দামী লোকের ঐসব লালচুলা বা চাকুরিজীবী মেয়ে বিয়ে করবেন দুনিয়া হেল হয়ে যাবে । এরা দুর্গন্ধময় কাগজের ফুল । এদের বিয়ে করলে আত্মহত্যা করতে চাইবেন দিনে ২৪ বার । ওদের কাছে যৌবন নেই , শরীর নেই , সন্তান নেই , শান্তি নেই , পরিবার নেই , পরকাল বা জান্নাত নেই । আছে শুধু পেট ব্যাথা ও মাথা ব্যাথা ।
পড়াশুনা অবস্হায় বিয়ে করলে কে খাওয়াবে ? এখন ঐ মেয়েকে কে খাওয়ায় ? বংগবন্ধু সহ হাজারো নামী দামী লোক পড়াশুনা অবস্হায় ১৫ থেকে ২০ এর মধ্যে বিয়ে করেছেন । তাহলে আপনার অসুবিধা কোথায় ?
পড়াশুনার পাশাপাশি নিজে সামান্য উপার্জনের চেষ্টা করুন , নিজ বাবা ও শশুরের কিছু সাহায্য নিন , সর্বোপরি রিজিক দাতা আল্লাহ আছেন । তারপর আস্তে আস্তে নিজে নিজের পায়ে দাড়ান এবং ঐ বউকে নিয়ে নিজ পরিবার গঠন করুন ।
বোধাই মা বাবা ও তাগুদী সমাজের ফাঁদে পরে নিজেকে ঠকাবেন না , সোনার চেয়ে দামী যৌবন হারাবেন না । নিজের জীবন বরবাদ করবেন না ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.